মাদক সেবন ও বহনের দায়ে নওয়াপাড়া পৌর ছাত্রদল নেতা রাজু কে কারাদণ্ড

0
4

স্টাফ রিপোর্টার -যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌর শাখা ছাত্রদলের সহ-সভাপতি রাজু আহম্মেদকে (৩২) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মাদক সেবন ও বহনের অপরাধে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামান এ দণ্ডদেশ দেন। তিনি উপজেলার গুয়াখোলা গ্রামের মোহাম্মদ আলাউদ্দিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে অভয়নগর থানার এএসআই আফজাল হোসেন উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালান। এ সময় ছাত্রদল নেতা রাজু আহম্মেদের কাছে কাগজে মোড়ানো দুই পুরিয়া গাঁজা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)/ক ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ব্যাপারে অভয়নগর থানা শাখা ছাত্রদলের সভাপতি মোল্যা হাবিবুর রহমান জানান, জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় মাদকের বিরুদ্ধে। নওয়াপাড়া পৌর ছাত্রদলের সহ-সভাপতি রাজু আহম্মেদের বিষয়ে তদন্তপূর্বক গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল রহমান সাগরের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here