নওয়াপাড়ায় লবনের মুল্য বৃদ্ধি;ব্যবসায়ী আটক

0
1

স্টাফ রিপোর্টার – যশোরের নওয়াপাড়ায় লবনের মুল্য বৃদ্ধির হুজুকে লবন কেনার হিড়িক পড়েছে। গতকাল মঙ্গলবার বিকাল থেকে লবনের মুল্য বৃদ্ধির খবর ছড়িয়ে পড়লে নওয়াপাড়া বাজারে সন্ধ্যায় লবন কেনার জন্য শতশত মানুষ দোকানে ভীড় জমায়। প্রতি ক্রেতা ১০ থেকে ১৫ কেজি করে লবন কিনে নেয়। সন্ধ্যায় প্রতি কেজি লবন ২০ থেকে ৩০ টাকা বেশী দামে বিক্রি হয়।
সরেজমিনে সন্ধ্যায় নওয়াপাড়া বাজারে ঘুরে দেখা গেছে, মেসার্স বিনিময় ষ্টোর, মেসার্স শিকদার ষ্টোর, শ্রী দুর্গা বানিজ্য ভান্ডার, মেসার্স বাশার ষ্টোর, সোনিয়া ষ্টোরের সামনে শতশত মানুষ লবন কেনার জন্য লাইনে দাড়িয়ে আছে। প্রতি কেজি মুসকান, ফ্রেস, কনফিডেন্ট লবন ৩৫ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা, মধুমতি ,তিতাস ও গফ্ফার লবন ২০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা বিক্রি হচ্ছে। লবন বৃদ্ধির খবরে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম নওয়াপাড়া বাজারে এসে বাশার ষ্টোরের বাশার, বিনিময় ষ্টোরের খোকন, সোনিয়া ষ্টোরের শহিদুল ইসলাম, লবন ক্রেতা মিলন গাজী সহ ১০/১২ জনকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খান বাজারে এসে ব্যবসায়ীদের বেশী দামে লবন বিক্রি না করতে এবং গুজবে কান না দেয়ার আহবান জানান।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম জানান “ কতিপয় ব্যবসায়ী লবনের সংকট দেখিয়ে বেশী দামে লবন বিক্রি করছিল।যেকারনে তাদেরকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here