নওয়াপাড়ায় রেলওয়ে বস্তী উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

0
1

স্টাফ রিপোর্টার :যশোরের নওয়াপাড়ায় রেলওয়ের দু’পাশে বসবাসকারি বস্তী উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১ টায় যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া হাইস্কুলের সামনে বাস্তহারালীগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে সমাবেশ করা হয়। সমাবেশ চলাকালে সড়কের দু’পাশে শতশত যানবাহন আটকা পড়ে। রেলওয়ের পাশে বসবাসকারী শতশত নারী.পুরুষ তাদের পুনর্ববাসনের দাবী সম্বলিত প্লাকার্ড নিয়ে মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে। এ সময় বাসের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
অভয়নগর বাস্তহারা লীগের সভাপতি নুর ইসলাম হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য লায়লা খাতুন,নওয়াপাড়া পৌর কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ, সাবেক পৌর কাউন্সিলর লুৎফর রহমান, উপজেলা বাস্তহারা লীগের সাধারন সম্পাদক মো: আলমগীর হোসেন, পৌর বাস্তহারা লীগের সভাপতি লুৎফর সানা, সাধারন সম্পাদক বাবু সিকদার প্রমুখ।
জানা গেছে, নওয়াপাড়া রেলওয়ের জমিতে অবৈধস্থাপনা উচ্ছেদের অভিযান শুরু হয়েছে। গত ১৭ ফেব্রæয়ারী নওয়াপাড়ায় দুই শতাধিক অবৈধস্থাপনা ভেঙ্গে ফেলা হয়। নওয়াপাড়া বাইপাস সড়কের স্বাধীনতা চত্বর থেকে গরুহাট খোলা মসজিদ মার্কেট, নওয়াপাড়া মাছ বাজারের বেশ কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়। এ ছাড়াও নওয়াপাড়া রেল লাইনের পাশের দোকানঘর ও কয়েকটি বসত বাড়িও ভেঙ্গে ফেলা হয়।
নওয়াপাড়া ষ্টেশন মাষ্টার মহাসিন রেজা জানায়, অবৈধস্থাপনা উচ্ছেদ চলমান প্রক্রিয়া। অনেক দিন ধরে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয় হলে তারা কেউ তোয়াক্কা করেনি।
যে কারণে রেলওয়ের বিভাগীয় ভু সম্পদ কর্মকর্তা মো: নুরুজ্জামান শেখের নেতৃত্বে গত ১৭ ফেব্রæয়ারী রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here