যশোরের নওয়াপাড়ায় জমে উঠেছে কোরবানীর পশুর হাট

0
1

স্টাফ রিপোর্টার -শিল্প বাণিজ্য বন্দর শহর নওয়াপাড়ায় শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। শনিবার ছিলো নওয়াপাড়া পৌর সভার সাপ্তাহিক হাট। সেই সাথে কোরবানীর বাকি মাত্র এক দিন। যে কারনে পছন্দের পশু ক্রয় করতে ভিড় জমেছে। হাটে যেন তিল ধারনের ঠাঁই নেই। অনেকে আসছে রং বে রঙের গরু দেখতে। হাট ঘুওে দেখা যায়,রেল স্টেশন থেকে শুরু করে মুল গরু হাট, এর মাঝে অবস্থিত দুইটি সংযোগ সড়কের অনেক দূর পর্যন্ত বিস্তার করেছে গরু হাট। নওয়াপাড়া পাঁচ কবর এলাকার বাসিন্দা শেখ আলাউদ্দিন বলেন, আজকের হাটে গরুর দাম অন্য দিনের তুলনায় একটু কম। তিনি ৬১ হাজার টাকায় একটি ষাাঁড় কিনতে পেরে খুব খুশি হয়েছেন। হাটের মালিক আক্তার হোসেন জানান, এবার গরু কেনা বেচায় কোন সমস্যা হচ্ছেনা। সর্বক্ষণ পুলিশ টহল দিচ্ছে। গভীর রাত পর্যন্ত বেচা কেনা চলবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here