দৈনিক সমাজের কন্ঠ

নওয়াপাড়ায় জাহাজ থেকে কয়লা চুরিকালে আটক-১, সাংবাদিক সহ ৫ জনের নামে চুরির মামলা

অভয়নগর প্রতিনিধি : নওয়াপাড়ায় ভৈরব নদে জাহাজ থেকে ট্রলারে করে কয়লা চুরির সময় ২১ বস্তা কয়লা সহ একজন আটক হয়েছে। এ ঘটনায় এক সাংবাদিক সহ পাঁচ জনের নামে থানায় মামলা দায়ের হয়েছে। কয়লার মালিক সরকার গ্রুপের ম্যানেজার  মো: রাজু আহমেদ বাদি হয়ে বৃহস্পতিবার  এ মামলা দায়ের করেন। আটক আসামীর নাম মো: রাকিবুল ইসলাম সে পিরোজপুর সদর উপজেলার আবুল হোসেসের ছেলে ও জাহাজের সুকানি।
মামলার বাদী সরকার গ্রæপের ম্যানেজার মো: রাজু আহম্মেদ জানান, নওয়াপাড়া সরকার গ্রæপের কয়লা এমভি ডায়মন্ড অব খুলনা জাহাজে করে মোংলা থেকে নওয়াপাড়ায় নিয়ে আসে। ওই জাহাজটি সরকার গ্রæপের তালতলা ঘাটে নোঙ্গর করা ছিল। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় সংঘবদ্ধ ৭/৮ জনের চোরদল জাহাজে এসে জাহাজের লোকজনদের ভয়ভীতি দেখিয়ে কয়লা বস্তায় ভরে ট্রলারযোগে চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘাটের ম্যানেজার জামাল হোসেন টের পেয়ে জাহাজের অন্যান্য লোক দিয়ে আসামী রাকিবুলকে আটক করে। এসময় বাকীরা পালিয়ে যায়। পরে জামাল হোসেন অভয়নগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে রাকিবুলকে ২১ বস্তা কয়লা সহ আটক করে। মামলার অন্যান্য আসামীরা হলেন অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের সবুর সরদারের ছেলে ইমন সরদার,একই গ্রামের আনোয়ার মন্ডলের ছেলে সুমন মন্ডল,বাগেরহাটের মোংলা উপজেলার সাঈদ মোল্যার ছেলে সাগর মোল্যা ও নারিকেল তলা গ্রামের খোরশেদ আলমের ছেলে সোহেল খান।
আসামী ইমন সরদার দৈনিক নওয়াপাড়া পত্রিকার সাবেক প্রতিনিধি ছিলেন বর্তমানে নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য আছেন। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক বলেন, ‘ইমন সরদার আমার প্রেসক্লাবের একজন সদস্য সে ঘটনার সাথে জড়িত থাকলে পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করুক।’
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্বে) মিলন কুমার মন্ডল বলেন “ কয়লা চুরি চেষ্টার অভিযোগে ৫ জনের নামে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত রাকিবুল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২১ বস্তা কয়লা উদ্ধার করা হয়। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।”