আজ ১লা বৈশাখ, রবিবার। নতুন বসরকে বরন করে নিতে প্রস্তুত নওয়াপাড়া ইনষ্টিটিউট। আজ ১লা বৈশাখ থেকে একটানা ৫দিন অভয়নগরবাসী আনন্দে মেতে থাকবেন উৎসবের আমেজে। এই ৫দিন বৈশাখ উদযাপনে নওয়াপাড়া ইনষ্টিটিউটের উদযাপন কমিটি নানান কর্মসুচী হাতে নিয়েছে।
দিনের শুরুতেই সকাল ৬:৩০ মিনিটে বর্ষবরণের গান।
সকাল ৭:৩০ মিনিটে বিচিত্র সাজের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
সকাল ৯:০০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান “বাংলার গান” পরিবেশনায় – বন্ধু ব্যান্ড।
সন্ধ্যা ৬টায় সঙ্গীতানুষ্ঠানঃ পরিবেশনায় “কলতান”
সন্ধ্যা ৬:৪৫ মিনিটে বর্ষবরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানঃ
অনুষ্ঠানের প্রধান অতিথীঃ জনাব রণজিত কুমার রায়, মাননীয় সংসদ ৮৮,যশোর-৪
বিশেষ অতিথী: জনাব সুশান্ত কুমার দাস শান্ত, মাননীয় মেয়র, নওয়াপাড়া পৌরসভা, অভয়নগর,যশোর
বিশেষ অতিথী: জনাব নুরুল হক মোল্যা, চেয়ারম্যান-উপজেলা পরিষদ, অভয়নগর, যশোর।
বিশেষ অতিথী জনাব রবিউল হাসান, অধ্যক্ষ-নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়।
বিশেষ অতিথী গাজী নজরুল ইসলাম, সভাপতি – নওয়াপাড়া বাজার কমিটি।
বিশেষ অতিথী: জনাব আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, প্রক্তন সহ সভাপতি, নওয়াপাড়া ইনষ্ঠিটিউট।
সন্ধ্যা ৭.৩০মিনিটে বিশেষ সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান। পরিবেশনায়ঃকলতান সংগীত বিদ্যালয়।
এছাড়াও বাকি ৩দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে অতিবাহিত হবে এবং ৫ই বৈশাখ সমাপনী দিনে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে উপস্থিত থাকবেন –
প্রধান অতিথী: জনাব ফারাজী এনামুল হক বাবুল, প্রাক্তন সাধারন সম্পাদক, নওয়াপাড়া ইনষ্টিটিউট এবং আহবায়ক-অভয়নগর উপজেলা আওয়ামী লীগ।
বিশেষ অতিথী : জনাব শাহ ফরিদ জাহাঙ্গীর, নবনির্বাচিত চেয়ারম্যান-অভয়নগর উপজেলা পরিষদ এবং যুগ্ন আহবায়ক-অভয়নগর উপজেলা আওয়ামী লীগ।
বিশেষ অতিথী: জনাব মোঃ শাহীনুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার-অভয়নগর, যশোর।
বিশেষ অতিথী: জনাব মোঃ আলমগীর হোসেন, অফিসার্স ইনচার্জ-অভয়নগর থানা, যশোর।
বিশেষ অতিথী: জনাব সরদার অলিয়ার রহমান, যুগ্ন আহবায়ক-অভয়নগর উপজেলা আওয়ামী লীগ।
Chat Conversation End