অভয়নগরে প্রায় ৭০০টন কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

0
0

এম এম মনিরুজ্জামান (মিল্টন) অভয়নগর প্রতিনিধিঃ প্রায় ৭০০টন কয়লা বোঝায় কার্গো জাহাজ ডুবি। যশোরের অভয়নগর  শিল্পশহর নামে খ্যাত নওপাড়া র ভৈরব নদী তে এম বি প্রবাহ এন্টারপ্রাইজ -২ নামক কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে জাহাজটি সাহারা এন্টারপ্রাইজের প্রায় ৭০০টন কয়লা বোঝায় অবস্থায় ডুবে যায়। গতকাল সকাল ৮টার দিকে জাহাজটি সাহারা গ্রুপের নিজঘাটে এসে ভেড়ে।জাহাজ থেকে মালামাল খালাস শুরুর কিছুক্ষন পর ই নদীর নাব্যতার কারনে তলা ফুটো হয়ে পানি ঢুকতে থাকে এবং কয়লা সহ ডুবে যায়। এতে করে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সাহারা এন্টারপ্রাইজএর দাবি। ১০ থেকে বারো টন কয়লা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সাহারা এন্টারপ্রাইজ সুত্রে জানা গেছে।তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এলাকাবাসীর দাবী নদীর নাব্যতা ঠিক থাকলে এমন ঘটনা ঘটতো না। তাই নদীর নাব্যতা ফিরিয়ে আনআর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংস্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here