দৈনিক সমাজের কন্ঠ

লকডাউন ঘোষনার পরপরই অভয়নগরে দ্রব্যমুল্যের উর্ধগতি

নাজমুল এইচ সাকিব,নওয়াপাড়া পৌর প্রতিনিধি।সম্প্রতি কোভিড-১৯ আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে। সরকার গণসচেতনার সৃষ্টির লক্ষে ও করোনা নিয়ন্ত্রন রাখতে গতকাল শনিবার দুপুরে ৭ দিনের জন্য দেশব্যপি লক ডাউন ঘোষনা করেন।লক ডাউনের কার্যকারিতা শুরু হবে আগামী সোমবার থেকে। এ ঘোষনার সাথে সাখে শিল্প শহর নওয়াপাড়ায় দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয়েছে। গতকাল শনিবার দুপুরে নওয়াপাড়ায়, বেগুন ৪০ টাকা, পটল ৪৫ টাকা, টমেটো ১০ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, আলু ১৩ টাকা, রসূন ৪৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।ওই একই পণ্য ১ ঘন্টার ব্যবধানে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেশি দরে বিক্রি করছে সবজি বিক্রেতারা। ঘন্টার ব্যবধানে দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতা সাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ক্রেতা ও বিক্রেতাদের মাঝে হাতাহাতির ঘটনা ও ঘটেছে। গুয়াখোলা গ্রামের আঃ রশিদ ক্ষোভের সাথে জানান, সকালে রসূন কিনেছি ৪০ টাকা কেজি দরে সেই একই রসূন ১ ঘন্টার ব্যবধানে বিক্রি করা হচ্ছে ৬০ টাকা কেজি দরে। বুইকারা গ্রামের রুবেল হোসেন বিভিন্ন কাঁচা ও মুদি মালামাল কিনতে এসে ক্ষোভে ফেটে পড়েন।তিনি ক্ষোভের সাথে বলেন, বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় লক ডাউন ঘোষনার সাথে সাথে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেছে অসাধু ব্যবসায়ীরা। এ সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান। বাজার ঘুরে দেখা গেছে যে, প্রতিটি পণ্যের দাম বৃদ্ধির সাথে সাথে বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়ও পরিলক্ষিত হয়েছে।