দৈনিক সমাজের কন্ঠ

সয়াবিন তৈলের দাম কমানোর ঘোষনা দিলেও অভয়নগরে বিক্রি হচ্ছে চড়া দামে

মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধিঃ
বিশ্ববাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারেও দাম কমানোর ঘোষনা দিলেও যশোরের অভয়নগরে আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তৈল।
গতকাল সোমবার( ২৭ই জুন) থেকে সয়াবিন  তৈলের লিটার প্রতি ১৯৯ টাকা কার্যকর হওয়ার কথা ঘোষণা দেয় ভেজিটেবল ওয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স এসোসিয়েশন।
কিন্তু বাজার ঘুরে দেখা গেছে সেই আগের দামেই বিক্রি হচ্ছে অর্থাৎ বোতল জাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৫ টাকা, দুই লিটার ৪শ ১০টাকা এবং পাচ লিটার ৯৮০ টাকায় বিক্রি হচ্ছে।
কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই আগের দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা।
অবশ্য ব্যবসায়ীরা অযুহাত হিসাবে নতুন মাল আসার কথা বলছেন।
এ বিষয়ে একজন ক্রেতা বলেন দাম বাড়ার খবর এলে বাজারে তৈল খুজে পাওয়া যায় না, অন্যদিকে কমার খবর এলে নতুন মাল আসার কথা বলে আগের রেটে বিক্রি হয়।
সাধারণ মানুষ বাজারের এ নীতির বিরোধিতা করে বলেন ভোক্তা অধিকার নিয়মিত বাজার তদারকি করলে এমনটা হতো না। বিজ্ঞমহলের দাবী নিয়মিত বাজার তদারকির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মুল্য ঠিক রাখা।