বিভিন্ন ব্যাংক কর্তৃক হয়রানী ও ভোগান্তির আরেক নাম বৃদ্ধদের বয়স্কভাতা

0
0

আল আমিন জনি (ঢাকা) – বাংলাদেশে বৃদ্ধ ও বৃদ্ধাদের জন্য চালু রয়েছে বয়স্কভাতা। অথচ প্রতি সিডিউলে বয়স্কভাতা তুলতে যেয়ে প্রায় জায়গায় প্রতিটি বৃদ্ধ ‍বৃদ্ধাকে পোহাতে হয়ে হয়রানী ও ভোগান্তি। প্রায় জায়গায় দেখা যায় সকাল ৮:০০ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত বৃদ্ধ ও বৃদ্ধাদের বাইরে রোদে সারাদিন বসে থাকতে হয় শুধু ১৫০০ টাকার জন্য। আর ৮:০০ এসে যদি লাইন না ধরে তাইলে বই জমা নেওয়া হয় না। ব্যাংকের ভিতরে ও তাদের বসতে দেওয়া হয় না। ব্যাংকে ওনাদের কাজ ১০:০০ টার অনেক পরে শুরু করে।আর কিছু বয়স্ক যখন ১০:৪০ বই জমা দিতে আসে তখন ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাগন বলে অন্যদিন আসতে হবে। আজ বই জমা নেওয়া হবে না। অথচ বয়স্করা একবার আসতে তাদের অবস্থা চরমে পৌছায়।বিভিন্ন শাখায় ঘুরে দেখা গেলো প্রায় একই চিত্র, ব্যাংকের কর্মরত সকলে কাজের সময় কাজে গুরুত্ব কম দিবে, খোশগল্পে মেতে থাকবে, চা খাবে, দুপুরে আবার লাঞ্চের বিরতি থাকবে অথচ বাহিরে বয়স্কভাতা তুলতে বয়স্করা সকাল থেকে বিকাল পর্যন্ত না খেয়ে রাস্তায় বসে থাকে, কখন নাম ডাকবে আর কখন সেই টাকায় ঔষধ কিনবে? ভু্ক্তভোগী প্রায় সকলেই এই অবস্থার প্রতিকার চাই। তাদের নুন্যতম সম্মান দেখিয়ে যাতে হয়রানী না হয় এবং নির্বিঘ্নে তাদের বয়স্কভাতা তুলতে পারে সেদিকে নজর দেওয়া সংশ্লিষ্ট সকলের জরুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here