দৈনিক সমাজের কন্ঠ

অভয়নগরে অম্বুবাচী উপলক্ষে ফুটবল খেলা অনুষ্ঠিত।

প্রনব মন্ডল বিশেষ প্রতিনিধি:
যশোর জেলার অভয়নগর থানার ভূলাপাতা একটি জনবহুল গ্রাম।গ্রামটিতে অনেক শিক্ষিত, চাকুরীজীবি ও অনান্য পেশার লোকের বসবাস। এখানকার লোকজন সুঠাম ও সুস্বাস্হ্যের অধিকারী যার কারনে তারা নিয়মিত খেলাধূলা ও সংস্কৃতি চর্চা করে। অএ গ্রামে দুইটি ক্লাব আছে যথা-(১) প্লে স্পোর্টিং ক্লাব ও( ২) ভূলাপাতা নবজাগরণ যুব সংঘ। ক্লাবটিতে একটা লাইব্রেরী / পাঠাগার আছে ও নাচ-গান সংস্কৃতি চর্চার ব্যবস্হা আছে
। ফলে গ্রামের ছাএ-ছাএী ও বিভিন্ন পেশার লোক বিভিন্ন সময়ে মনের আনন্দের জন্য বই পড়ে ও জ্ঞান চর্চা করে ।এছাড়া ছোট ছোট ছেলেমেয়ে নাচ গান শেখার ও ব্যবস্হা বিদ্যমান ক্লাবটিতে।অএ ক্লাবগুলোদ্বয় ও গ্রামবাসীদের সমন্বীত উদ্দ্যেগে প্রতিবছর গ্রামে ফুটবল খেলার আয়োজন করা হয়।অম্বুবাচী উপলক্ষে অএ গ্রামের ফুটবল প্রেমীদের নিয়ে আয়োজিত হয় “ভূলাপাতা আন্তঃ ফুটবল টূনার্মেন্ট -২০২১। করোনাকালীন সময়ে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে ফুটবল খেলা উপভোগ করে গ্রামবাসী।গতকাল (২৫.০৬.২০২১ তাং) ভূলাপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে খেলাটি অনুষ্ঠিত হয়।৫ দলের সমন্বয়ে এই খেলা অনুষ্ঠিত হয় গ্রামটিতে। অন্য দলদের পরাজিত হলে ফাইনাল উঠার গৌরব অজর্ন করে শক্তিশালী’ শাপলা দল ‘ও শক্তিশালী ‘বকুল দল’। প্রায় ৯৫ মিনিটের টান টান উত্তেজনা পূর্ণ খেলায় শেষ পযর্ন্ত শাপলা দল ২-১ গোলে বিজয় প্রাপ্তি হয় বকুল দলের বিপক্ষে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অএ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ। বিজয় দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অ্যাড. কঙ্কন মন্ডল। অনান্যদের মধ্যে
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক শীতল কান্তি মন্ডল, নিমাই মন্ডল ,স্বাস্হ্য কমর্চারি ও রাজনীতিবিদ প্রবীর মন্ডল, শিক্ষক ও সভাপতি সুব্রত মন্ডল, ছাএলীগ নেতা পিযুষ কান্তি বিশ্বাস এবং অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল কান্তি হালদার।