পাইকগাছায় নৌকার প্রার্থীর বক্তব্য না নেওয়ায় সংবাদকর্মীদের উপর হামলা

0
0
ডেস্ক রিপোর্টঃ খুলনা জেলার পাইকগাছায় র্নৌকার মাঝির বক্তব্য না নেওয়ায়  হরিঢালী ইউনিয়নের বাচ্চুর ক্যাডারবাহিনী সংবাদকর্মীদের লাঞ্ছিত ও হামলা করার অভিযোগ উঠেছে।
ঘটনার বিবরনে জানাযায় যে ,১৭ই এপ্রিল  সকাল ১১টার দিকে খুলনা ৬ আসনের মাননীয় সংসদ আখতারুজ্জামান বাবু ও পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার খুলনা সমন্বয় কপোতাক্ষ নদের ভাঙ্গন কুল দরগামহল (হাবিব নগর) মাদ্রাসা সংলগ্ন এলাকায় পরিদর্শনের করছিলেন। উক্ত সময় সাতক্ষীরা খুলনা পাইকগাছা সমন্বয়ে প্রিন্ট মিডিয়া,ইলেকট্রিক মিডিয়া ও স্যাটেলাইট টিভি চ্যানেলের বিভিন্ন গনমাধ্যম কর্মীরা মাননীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সাক্ষাৎকার নেন। এমপি মহদ্বয়ের সাক্ষাৎকার শেষে স্হানীয় ইউপি চেয়ারম্যানের সাক্ষাৎ নেওয়ার সময় পাইকগাছা হরিঢালী ইউনিয়নের নৌকার মাঝি বাচ্চুর ক্যাডার বাহিনীরা,
বলতে থাকেন যে এখানে বর্তমান চেয়ারম্যান-এর কোন বক্তব্য নেওয়া যাবে না, এখনে বক্তব্য নিতে হবে আমাদের নৌকার প্রার্থী যিনি আছেন তার বক্তব্য নিতে হবে বর্তমান যিনি নৌকা পেয়েছেন তিনি এখন আমাদের চেয়ারম্যান আমরা এটাকে ছাড়  অন্য কাউকে বক্তব্য নিতে দিবো না  চেয়ারম্যান হিসেবে আমরা নৌকার মাঝি যিনি তাকে  মানি। এই বলেই সংবাদকর্মীর উপর হামলা ও ক্যামেরা ভাঙচুর শুরু করেন।
হামলাকারীরা হলেন। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, শিবির ক্যাডার থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী পাইকগাছা উপজেলার নোয়াকাটী গ্রামের আব্দুল রশিদ গোলদারের মাদক ব্যবসায়ী পুত্র, মোঃ মুরাদ গোলদার, (২৫) একই গ্রামের ইয়াকুব ফকিরের পুত্র, মাকফর ফকির (৩২),ও মৃত মোন্তাজ রাজাকারের পুত্র, মো: ফরিদ ফকির, শ্রীরামপুর গ্রামের নজরুল হাজরার পুত্র, মোঃ সবুজ হাজরা(৩৫), একই গ্রামের মোজাম্মেল হাজারীর পুত্র, সেলিম হাজারী(৪৫), উত্তর সলুয়া গ্রামের নুর ইসলাম মুজলিমের, পুত্র সাবেক শিবির ক্যাডার সরদার ইউনুস আলী (২৮), সোনাতন কাটী গ্রামের মৃত মোহিদ এর পুত্র, মীর মিনারুল ইসলাম সহ নৌকার মাঝির পেটোয়া বাহিনী আক্রমণ করে।
আক্রমণের সময় মাইক্রোফোনের কেবল ছিড়ে দেওয়া হয়,ক্যামেরা ফেলে দিয়ে সংবাদকর্মীদের টানাহেঁচড়া করে লাঞ্চিত করেন। খবর পেয়ে পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক মোল্লা খালিদ ঘটনা স্থান পরিদর্শন করেন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দায়িত্ব পালনের সময় পেশাদার সাংবাদিকদের উপর লাঞ্ছিত ও  হামলা করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সাংবাদিক মহল।
এ বিষয়ে পাইকগাছা থানার ওসি তদন্ত মোল্লা মোহাম্মদ খালিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সংবাদ কর্মীদের কাছ থেকে সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থান পরিদর্শন করেছি।স্থানীয় লোকজনের কাছ থেকে প্রকাশ্যে, সংবাদকর্মীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। পাইকগাছা থানা তাৎক্ষণিকভাবে একটি সাধারণ ডায়েরি  করা হয়েছে। এমন কর্মকাণ্ডে জড়িত দের আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here