প্রণব মন্ডল, বিশেষ প্রতিনিধিঃ
খুলনা জেলার ফুলতলা থানার অফিসার ইনচার্জ মাহাতাব সিকদার। তিনি ফুলতলা থানার যোগদানের পর থেকেই অনেক দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছেন।
তারই সহায়তায় আজ অনেক মাদক, জঙ্গি ,ও সন্এাসমুক্ত ফুলতলা উপজেলা।এরই ধারাবাহিকতায় বিশেষ সুেএ খবর পেয়ে, থানা পুলিশের বিশেষ সোর্স শনিবার দিবাগত রাতে নাউদাড়ি গ্রামে অভিযান পরিচালনা করেন। ওসি মাহাতাব সিকদারের নিদের্শনায় এই অভিযানে আরও সামিল ছিলেন ,মোস্তফা হাবিবুল্লাহ( ওসি) তদন্ত ,এস.আই মধুসূদন পান্ডে, ও আরও অনেকেই।
ফুলতলা মিমু জুট মিলের নাউদাড়ি সড়ক থেকে ৪৭ পিস পয়েন্ট ২২ বোরের রিভলবার ও গুলিসহ ইসরাফিল সরদার (১৯) কে হাতে নাতে আটক করে। পুলিশ জানায়, এ সময় তার আরেক সহযোগী পালিয়ে যায় ঘটনা স্হল থেকে। আসামী ইসরাফিল সরদার নাউদাড়ি গ্রামের ইউনুস আলী সরদারের ছেলে ।এ ব্যাপারে থানা পুলিশের পক্ষ থেকে এস.আই. মধুসূদন পান্ডে বাদী হয়ে ২ দুইজনকে আসামী করে মামলা করে।অবশেষে ,পুলিশ ইসরাফিলের স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে আদালতে পেরণ করেন।