দৈনিক সমাজের কন্ঠ

লেখিকা শ্যামলী কর্মকারের কবিতা “আমি হবো ফেরারী”

জহর হাসান সাগরঃ
একদিন আমি রাত হবো
প্রহর হবো তোর চোখের পাতায়
নিঝুম চোরাগলিতে গল্প হবো
শুনবো নিঃশব্দ শহরের গোপন কথা।
একদিন আমি আকাশ হবো
নীল হবো তোর শূন্য বুকে
মেঘের যত দুঃখ আছে
কুড়িয়ে নেব দুহাতে।
একদিন আমি ইচ্ছে নদী হবো
অভিমানের স্রোতে ভাসাবো তোকে
মৌনতার স্মৃতিচারণে
আকাশ কুসুম কল্পনা হবো অকারণে।
একদিন আমি গ্রহণ হবো
কলঙ্ক হবো তোর আজন্মের
অদৃশ্য রবো তোর অনুভূতির ছোঁয়ায়
অভিশাপ দিস আমি হবো ফেরারী।
লেখিকা – শ্যামলী কর্মকার)