দৈনিক সমাজের কন্ঠ

ধর্ষণ বিরোধী ছাত্র ইউনিয়নের কালো পতাকা মিছিলে উত্তাল রাজপথ।পুলিশের বাধা ও লাঠিপেটা

ছাত্র ইউনিয়নের ধর্ষণ বিরোধী কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

সমাজের কন্ঠ ডেস্ক: ধর্ষণ-নিপীড়নের বিচার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এসময়  বিক্ষোভকারীদের লাঠিপেটা করে পুলিশ।

হাতাহাতির ঘটনাও ঘটে। এরআগে মঙ্গলবার বেলা ১২টার দিকে শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। প্রগতিশীল বিভিন্ন সংগঠনের কর্মীরাও এ কর্মসূচিতে যোগ দেয়।


সোয়া ১টার দিকে তারা শাহবাগ মোড় থেকে কালো পতাকা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ তাদের আটকে দেয়।
এ সময় পুলিশের সাথে মিছিলকারীদের হাতাহাতি হয়। পুলিশের লাঠিপেটায় ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

পরে মিছিলকারীরা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান শেষে মিছিলকারীরা আবার শাহবাগে হয়ে টিএসসি এলাকায় ফিরে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।।