দৈনিক সমাজের কন্ঠ

রূপগঞ্জের মেহেদীসহ ৪ জন গ্রেপ্তার, ৫০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

মোঃ শাকিল আহম্মেদ প্রতিনিধি –রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) :  রাজধানীর লালবাগ এলাকা থেকে ৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাাব ) এ ঘটনায় লালবাগ থানায় মঙ্গলবার (২৫ জুন) দুটি মামলা হয়েছে। এ ঘটনায় চার আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন ঢাকার আদালত। আসামিরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাজীরবাগ গ্রামের মেহেদী হাসান (৩৫), পল্লবী এলাকার আসিফ রহমান (৩৫), সিরাজগঞ্জের বেলকুচির জিধুরী সরকারবাড়ী গ্রামের রিয়াদ আরেফীন (২৯) এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার স্টেশনপাড়ার সুখেন্দু রায় (৫৩)। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে লালবাগ থানায় মঙ্গলবার (২৫ জুন) পৃথক দুটি মামলা করেন র‌্যাাব-১০ এর জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার মো.শামীম। মামলার এজাহারে বলা হয়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১০ এর সদস্যরা চকবাজার থানার বকশীবাজার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের মাধ্যমে তাঁরা জানতে পারেন, বিদেশ থাকা আনা সাপের বিষ বিক্রির জন্য চোরাকারবারিরা আছেন লালবাগ থানার স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সামনে। পরে র‌্যাব সদস্যরা সেখানে গেলে উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চোরাকারবারিরা। এ সময় চারজনকে গ্রেপ্তার করে তাঁদের কাছ থেকে ৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করা হয়। জারে রাখা কোবরা সাপের বিষ পাওয়া যায়। জব্দ করা হয় অস্ত্র-গুলি।