১৯৮৬ সালের গণহত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

0
0

মোহাম্মদ কাইমুল ইসলাম ছোটন (রাঙ্গামাটি) – ২৯শে এপ্রিল ১৯৮৬ সালে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সশস্ত্র শাখা শান্তি বাহিনীর গেরিলা যোদ্ধা কর্তৃক গণহত্যার প্রতিবাদে ‘পার্বত্য অধিকার ফোরাম’ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বিকাল ৫:০০ ঘটিকায় রাঙ্গামাটি শহরের পৌরসভার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিঠির উপদেষ্টা বেগম নূর জাহান। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, রাঙ্গামাটিতে অামরা সবাই এক। কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। একে অপরের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। কিন্তু কিছু সন্ত্রাসী গ্রুপ এই শান্তির জায়গাটাকে অশান্তি করে তুলেছে। যারা এমন কাজ করছে তাদের দ্রুত অাইনের অাওতায় অানা হয়। যেখানে অামাদের নিরহ মানুষের এখনো স্বাধীন দেশে চাঁদা দিতে হয়। এখানে নিরহ মানুষদের তারা বারবার হত্যা করেছে নির্মম ভাবে। এই সব ঘটনা মনে পড়লে অাজো গায়ের পশম দাঁড়িয়ে যাই। অামরা দ্রুত এর সমাধান চাই। অামরা সবাই এক হয়ে বাস করতে চাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইউনুস (সভাপতি, সমঅধিকার অান্দোলন), মোহাম্মদ জাহাঙ্গীর কামাল (সাধারণ সম্পাদক, সমঅধিকার অান্দোলন)।এতে অারো বক্তব্য রাখেন, মোহাম্মদ অাবছার, মোহাম্মদ বাকি বিল্লাহ (সভাপতি, রাঙ্গামাটি কলেজ শাখা), নাজিম অাল হাসান (সভাপতি,রাঙ্গামাটি জেলা শাখা)। বিশেষ অতিথির বক্তব্য বক্তারা বলেন, ১৯৮৬ সালে ২৯ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সময়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ৮টি ইউনিয়নের ৮৫টি গ্রাম এবং পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি গ্রামের প্রত্যেকটি বাঙালি বাড়িতে অগ্নিসংযোগ করে এই গণহত্যা করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সশস্ত্র শাখা শান্তিবাহিনীর গেরিলা যোদ্ধারা। এইদিন বাঙালিদের সমস্ত বাড়িঘর পুড়িয়ে দেয়া হয় এবং লুটপাট করা হয়। এই সন্ত্রাসীরা সামনে বাঙালি যাকে পেয়েছে তাকেই হত্যা করেছে। মাত্র কয়েক ঘন্টা সময়ে মাটিরাঙ্গা উপজেলায় ৪০০ জনের অধিক। পানছড়িতে ৩৫০ জনের অধিক নারী, শিশু, আবাল-বৃদ্ধ নিরীহ বাঙালিকে হত্যা করা হয়েছে এবং মাটিরাঙ্গা উপজেলায় ৮০০ জন ও পানছড়িতে ৫০০ জনের অধিক বাঙালিকে অাহত করা হয়েছে। অামরা সরকারের কাছে এই দাবি জানায়, দ্রুত এর বিচার চাই। উক্ত প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন, পার্বত্য অধিকার ফোরাম রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি নাজিম অাল হাসান। এতে উপস্থিত ছিলেন, ‘পার্বত্য অধিকার ফেরাম’ রাঙ্গামাটি জেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন, পার্বত্য অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিঠির সমন্বয়ক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here