দৈনিক সমাজের কন্ঠ

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল সারাদেশ

প্রতিবাদী গান কবিতায় ধ্বণিত হচ্ছে ধর্ষণ বিরোধী নিন্দা। ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে শাহবাগে মহাসমাবেশ করে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানার। এতে অংশ নিয়ে ছাত্র-শিক্ষক-সাংস্কৃতিক কর্মী-পেশাজীবীরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ আটদফা দাবি জানান।

রাজু ভাস্কর্যে নিজের ধর্ষকদের শাস্তি চেয়ে অবস্থান নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রতিবাদ দ্বিতীয় দিনেও অব্যাহত আছে।

জাতীয় প্রেসক্লাবের সামনেও ধর্ষণ ও নিপীড়নবিরোধী ছাত্রজনতার ব্যানারে প্রতিবাদ চলে। এতে রাজনৈতিক নেতাসহ ছাত্রনেতারা বক্তব্য দেন। বলেন, নারী নিপীড়করা রাজনৈতিক পরিচয়ের প্রভাবেই পার পেয়ে যায়।

বিচারহীনতার সংস্কৃতির বদৌলতে ধর্ষণের ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছে সম্মিলিত ইসলামিকদল গুলো। তাই বায়তুল মোকাররম মসজিদের সামনে বিচার চেয়ে বিক্ষোভ করেছেন তারা।

শুধু ঢাকায়ই নয়, ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী প্রতিবাদ অব্যাহত হয়েছে দেশের অন্যান্য জেলায়ও।