নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শায় নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচী ২০১৯-২০ এর আওতায় খরিফ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও মুগ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গ্রীষ্মকালীন কৃষি প্রনোদনা হিসেবে বিনামূল্যে ১৪৫ জন কৃষককে তিলবীজ এবং ১৩৫ জন কৃষককে মুগবীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
শার্শা উপজেলা কৃষি দপ্তরে কৃষক প্রশিক্ষন কেন্দ্রে রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল এর সভাপতিত্বে অনুস্ঠিত বিতরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ আফিল উদ্দিন কৃষকদের উদ্দেশ্যে বলেন,কৃষিখাত দেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত। দেশে বর্তমানে জিডিপি’র প্রায় এক পঞ্চমাংশ অর্জিত হয় কৃষি খাত থেকে।এদেশের জনমানুষের খাদ্য ও পুস্টি নিরাপত্তা প্রদানের প্রধানতম এবং অন্যতম উৎস কৃষি । এখনও এদেশের বিপূল জনসংখ্যার কর্মসংস্থানও হয়ে থাকে কৃষিকে অবলম্বন করেই। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর কৃষিক্ষেত্রে বিভিন্ন খাতে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তা সরকারের কৃষি ভাবনার এক বাস্তব প্রতিফলন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান-আলেয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান-মেহেদী হাসান,যশোর জেলা পরিযদ সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল,শার্শা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ ।
অনুস্ঠান শেষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বীজ ও সার তুলে দেওয়া হয়।