যশোরের শার্শার জামতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

0
4

নাজিমুদ্দিন জনি,শার্শা(বেনাপোল) প্রতিনিধি : যশোর-সাতক্ষীরা মহাসড়কে জামতলায় বাস-আলমসাধু সংঘর্সে এক জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।

প্রতাক্ষদর্শীরা জানান,শনিবার(২৯জুন)সকাল ১০.৩০ মিঃ এর দিকে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস(যশোর,জ,১১-০১২৫)গরু বোঝাই আলমসাধুকে সজোরে  ধাক্কা দেয়,এতে করে আলমসাধুতে থাকা একজন গরু ব্যবসায়ী  নিহত ও আলমসাধু চালক গুরুতর আহত হয়।

নিহত গরু ব্যবসায়ী তুতুল হোসেন (৩৬) ঝিকরগাছা থানার লক্ষিখোলা গ্রামের মোসাদ্দেক আলী ছেলে। এবং গুরুতর আহত  আলমসাধু চালক শফিকুল ইসলাম(৪০) ঝিকরগাছা থানার পদ্মপুকুর গ্রামের নবাব উদ্দীনের ছেলে।

গুরুতর আহত আলমসাধু চালক শফিকুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় বাগআঁচড়ায় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে, সেখানে তার অবস্থা  অবনতি হলে  তাকে যশোর মেডিকেল কলেজ হাসাপাতালে রিফার্ট করা হয়।

এ ব্যাপারে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রফিক আহমেদ বলেন, গাড়িটি জব্দ করে থানায় পাঠানে হয়েছে এবং এই ঘটনায় নিহত তুতুলের লাশ মর্গে পাঠানো হয়েছে।

Attachments area

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here