দৈনিক সমাজের কন্ঠ

শার্শায় পুলিশ ও সোর্স কতৃক গণধর্ষনের অভিযোগ তোলা সেই গৃহবধূ ডেঙ্গুজ্বরে আক্রান্ত

শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় পুলিশ ও সোর্স কতৃক গণধর্ষণের অভিযোগ তোলা সেই গৃহবধূ (৩০) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে তিনি যশোর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

যশোর সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স গীতি রাণী রায় শুক্রবার সকালে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ৭.৩৫ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার এনএস ১ পজিটিভ, রক্তে প্লাটিলেটের সংখ্যা ২ লাখ ১০ হাজার। ডা. উবায়দুল কাদির উজ্জ্বল সকালে রাউন্ডে এসে রোগী দেখে গেছেন।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর শার্শা উপজেলার লহ্মণপুর এলাকায় ওই গৃহবধূর বাড়িতে গভীর রাতে যান এসআই খায়রুল, সোর্স কামরুলসহ চারজন। তারা ওই গৃহবধূর কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় এসআই খায়রুল ও কামরুল তাকে ধর্ষণ করেন বলে ওই গৃহবধূ অভিযোগ করেন।

গত ৩রা সেপ্টেম্বর ভিকটিম শার্শা থানায় চটকাপোতা গ্রামের কামরুজ্জামান ওরফে কামরুল, লহ্মণপুর গ্রামের আব্দুল লতিফ ও আব্দুল কাদেরের নাম উল্লেখসহ অজ্ঞাত একজনের নামে মামলা করেন।

৫ ই সেপ্টেম্বর পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই যশোর।