দৈনিক সমাজের কন্ঠ

শার্শায় সড়ক-পরিবহন আইন ২০১৮ “সচেতনতা সপ্তাহ পালিত

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ ট্রাফিক আইন মেনে চলুন দূর্ঘটনা মুক্ত জীবন নিশ্চিত করুন”একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না” এই স্লোগানে ড্রাইভারদেরকে সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে অপরাধ, বিচার ও দন্ড বিষয়ক সচেতনতায় সড়ক পরিবহন আইন-২০১৮ “সচেতনতা সপ্তাহ” পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টার সময় শার্শা থানা যশোরের আয়োজনে নাভারণ সাতক্ষীরার মোড়ে এ “সচেতনতা সপ্তাহ” পালন করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সচেতন জনগণ।