দৈনিক সমাজের কন্ঠ

সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে – শেখ আফিল উদ্দীন

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, সমাজকে সুসমাজে প্রতিষ্ঠিত করতে হবে। সমাজে সুশাসন প্রতিষ্ঠা করে সুসমাজ প্রতিষ্ঠিত করতে হলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সকলের শ্রেষ্ট সম্পদ দেশের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলার কোন বিকল্প নেই।

 সোমবার(৩০ ডিসেম্বর) দুপুরে শার্শার বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজ আয়োজিত এক অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কলেজের অধ্যক্ষ রিজাউল করিমের সভাপতিত্বে এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, নাভারণ কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বাগআঁচড়া কলেজের সাবেক অধ্যক্ষ শাহাজান কবির, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ, বাগআঁচড়া কলেজের উপাধ্যক্ষ ফারুক হোসেন, অধ্যাপক শরিফুল ইসলাম, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ লিটন, চালিতাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সাতমাইল মাদ্রাসার সুপার মহাসিন কবির সহ কলেজের শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ