দৈনিক সমাজের কন্ঠ

শার্শা সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশী যুবক নিহত,লাশ ফিরে পাওয়ার দাবী স্বজনদের

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক গরুর রাখাল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(বি এস এফ)’র নির্যাতনে নিহত হয়েছেন।
 ভারতের বন্যাবাড়ীয়া ক্যাম্পের বি এস এফ সদস্যরা গত বুধবার দুপুরে তাকে পিটিয়ে হত্যা করে।
নিহত হানেফ আলী উপজেলার অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে।নিহত হানেফ আলীর মেজ চাচা শহিদুল ইসলাম তার নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান,হানেফ আলী গত মঙ্গলবার রাতে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে  বন্যাবাড়ীয়া ক্যাম্পের বি এস এফের হাতে ধরাপড়ে।বি এস এফের নির্মম নির্যাতনে হানেফ আলী ঘটনাস্থলে মারাযান।পরে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।হানেফ আলীর মৃতদেহ ভারতের গাইঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে তার পারিবারিক তরফ থেকে জানানো হয়।
স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান হানেফ আলী নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,হানেফ আলী পারিবারিক বিবাদে দুদিন আগে রাগ করে ভারতের মধ্যমগ্রামে তার মামার বাড়ী চলে যান এবং বুধবার সকালে বড়ী ফেরার পথে ভারতে বি এস এফের হাতে ধরাপড়ে ও তাদের নির্যাতনের এক পর্যায়ে হানেফ আলী মারা যান।
নিহত হানেফ আলীর ম্বজনরা তার লাশ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন।