দৈনিক সমাজের কন্ঠ

সাতক্ষীরায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:২৪ ঘন্টায় সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি ক্লিনিকের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৯জনের মৃতু হয়েছে।
সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে আজ রোগী ভর্তি রয়েছেন ২৫৪ জন। এছাড়া ৬টি ক্লিনিকে করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি আছে ১৩৮ জন। এরমধ্যে পজিটিভ আছে ৪১জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৭৮৬ জন পজিটিভ।
জেলায় আজ পর্যন্ত করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরণ করেছেন ৬২জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮১ জনের। এদিকে ১৮৮ জনের নমুনা পরিক্ষায় ৮৬জন করোনা পজিটিভ হয়েছে। যার আক্রান্তের হার ৪৫.৭৪ ভাগ।
এদিকে সাতক্ষীরায় লকডাউন এর টানা তৃতীয় সপ্তাহের আজ ৫র্ম দিন। সকাল থেকে আইনশৃঙখলা বাহিনী বেশ কঠোর অবস্থানে থাকায় রাস্তায় ছোট যানবাহন ও মানুষ চলাচল সীমিত দেখাগেছে। করোনার হটস্পট সুলতানপুর বড় বাজার পৃথক করা হয়েছে। লক ডাউনের টানা ১৯দিনে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সাড়ে ৬লাখ টাকা জরিমানা আদায় করেছে।