দৈনিক সমাজের কন্ঠ

সৈয়দপুরে অবৈধভাবে বালু উত্তোলন: এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি॥নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আজাদ (৪৫) নামের এক ব্যক্তিকে  ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার(১১ মার্চ) বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে খড়খড়িয়া নদীতে এ অভিযান চালিয়ে জড়িমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম।একই সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ট্রাক্টর, কোদাল, ও বেলচা জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম বলেন, সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক প্রতিদিন বালু উত্তোলন করে আসছিলেন। বারবার সতর্ক করার পরও কর্ণপাত না করে তাঁরা নিজেদের স্বার্থে বালু উত্তোলনের কাজ অব্যাহত রাখেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সব সময় সতর্ক দৃষ্টি রাখবে।