দৈনিক সমাজের কন্ঠ

বাগআঁচড়ায় ফেনসিডিল ও ইজিবাইক সহ আটক-১

নাজিম উদ্দীন জনি,শার্শা(যশোর)প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলও ইজিবাইক সহ আলমগীর হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার(১৩ মে) বিকালে এ ফেনসিডিলের চালান সহ তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ৷

আটক আলমগীর বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা মৃত আজগার সরদার ছেলে।

পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে ও যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও মোঃ বদরুল আলম খান, অফিসার ইনচার্জ শার্শা থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে এএসআই(নিঃ)/মোঃ ফিরোজ হোসেন, বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্র, শার্শা থানা, যশোর সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানাধীন বসতপুর ২নং কলোনী গ্রামস্থ জামতলা টু বালুন্ডা গামী রোডে পথিক মসজিদ চৌরাস্তার মোড়ে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি ইজিবাইককে গতিরোধ করে চালককে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইজিবাইক থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলা হয়েছে। তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।