নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের বামুনিয়া সোনাতন কাটি গ্রামের মালয়েশিয়া প্রবাসী ফারুক হাসানের স্ত্রী ও তার দুই সন্তানকে হত্যার হুমকি দিয়ে একটি চিঠি পাঠিয়েছে হাফিজুল নামের এক লম্পট।
এ বিষয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ঔ প্রবাসীর স্ত্রী।
লম্পট হাফিজুর শার্শা উপজেলার রাড়ীপুকুর গ্রামের ছাক্কু মিয়ার ছেলে।
জানাযায়,কিছুদিন আগে ফারুকের স্ত্রী ও বোন বাগআঁচড়ায় এক গার্মেন্টস এর দোকানে কাপড় কিনতে গেলে হাফিজুল কৌশলে ফারুকের বোনের কাছ থেকে তার স্ত্রীর মোবাইল নম্বর নেয়। এর পর থেকে হাফিজুল প্রবাসীর স্ত্রীকে উত্যাক্ত ও ব্লাক মেলিং করার চেষ্টা করে।
বিষয়টি বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল ও কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মেম্বরকে ভিকটিম জানালে তারা বাগআঁচড়া আইসি ক্যাম্পে বসে বিষয়টি নিস্পত্তি করে দেন। কিন্তু এতো কিছুর পরেও হাফিজুল প্রবাসীর স্ত্রীর পিছু ছাড়েনি।
সম্প্রতি গত শনিবার (৫ ই জুন) গভীর রাতে ঔ লম্পট হাফিজুর প্রবাসী ফারুকের মেয়ের একটি ছবিতে লাল ক্রসচিহ্ন দিয়ে পাঠায়। তার অপর পিঠে ফারুকের স্ত্রীর উদ্দ্যেশ্যে লেখা ছিলো তোর ও তোর দু মেয়েকে খুন করবো।
ফারুকের স্ত্রী জানায়, তার স্বামী বিদেশ থাকার সুবাদে আমার নামে মিথ্যা অপবাদ রটিয়ে ব্লাকমেইল করে টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্য ছিলো হাফিজুলের। এতে ব্যার্থ হয়ে সে আমাদের খুনের হুমকী দিচ্ছে। হাফিজুল একজন নেশাখোর বলেও জানায় প্রবাসীর স্ত্রী। সে আরো জানায় যে, হাফিজুল যে কোনো সময় তাদের মেরে ফেলতে পারে। এব্যাপারে পুলিশের হস্তক্ষেপ কামনা করে শার্শা থানাতে উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেছে ঔ প্রবাসীর স্ত্রী।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম খান জানান,একটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।