নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শায় লকডাউনের বিধিনিষেধ অমান্য করার অভিযোগে ৫ টি মামলায় ২,২০০/- টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার(২৬ জুলাই) উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদলতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
এ সময় আদলত পরিচালনাকারী মীর আলিফ রেজা জানান, বাংলাদেশে দন্ড বিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা
মোতাবেগ লকডাউনে মাস্ক না পড়া, স্বাস্থ্যবিধি না মানা, দোকানে মূল্য তালিকা না রাখা সহ বিবিধ অনিয়মের অভিযোগে উপজেলার রামপুর বাজার, ধলদা বাজার, জামতলা বাজার, বাগআঁচড়া বাজার, বসতপুর বাজার, সেতাই বাজার, আমলাই বাজার, গোগা বাজার, অগ্রভুলট বাজার, খলসি বাজার, কাগজপুকুর বাজার, শার্শা বাজারবাজারে অভিযান চালিয়ে ২,২০০/- টাকা জরিমানা করা হয়।
সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।