দৈনিক সমাজের কন্ঠ

শার্শার লাউতাড়ায় প্রাচীন ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

মোঃ শাহারুল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধি

যশোরের শার্শার লাউতাড়ায় বিশাল হা-ডু-ডু (কাবাডি)খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪ টার সময় লাউতাড়া যবুসংঘ আয়োজনে বাংলার ঐতিহ্যবাহি এই হা ডু ডু খেলাটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলাটি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন নুর বক্স।

এ সময় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, উক্ত বিশাল হা-ডু-ডু খেলার মঞ্চে শিশুদের ন্যায় হাস্যজ¦ল ভাষায় তিনি বলেন, প্রায় বিলুপ্ত হওয়া প্রাচীন ঐতিহ্যবাহী এই হা-ডু-ডু খেলাটি আমাদের সকলকে বাঁচিয়ে রাখতে হবে। এ খেলাটির সাথে আমাদের মা’মাটির আদর ভালোবাসা জড়িত।

এখেলাটি দেখতে পেরে তিনি যেনো কিছু সময়ের জন্য সেই ছোট্রবেলার স্মৃতিতে ফিরে গিয়েছিলেন। ফিরেছিলেন শিশু-কিশোর বয়সের সেই ধূলো-মাটির আদরমাখা জীবনে।

খেলাটি সভাপতিত্ব করেন, ৪ নং ওয়ার্ডের সুযোগ্য মেম্বর মোঃ হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক মেম্বার কোরবান আলী যুবলীগের কর্মী আশা, রনি ফয়সাল ডেনিসহ আরো অনেকে প্রমুখ ।

মোবাইল 01732390325