নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়া এলাকা থেকে ৯২ বোতল ভারতীয় ফেনসিডিল সহ রিংকি বেগম(৩৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সাতমাইল পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক রিংকি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া(উত্তরপাড়া) গ্রামের মৃত গোলাম আলীর মেয়ে।তার স্বামীর নাম হলো সেলিম রেজা।
পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে ও যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও বদরুল আলম খান, অফিসার ইনচার্জ শার্শা থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে এবং বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাহামুদ আল ফরিদ ভূঁইয়া এর নেতৃত্বে
এএসআই ফিরোজ হোসেন সহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে বাগআঁচড়া সাতমাইল গ্রামের জাহাঙ্গীর হোসেন এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ৯২ (বিরানব্বই) বোতল ফেনসিডিল সহ রিংকিকে আটক করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,এ ব্যাপারে শার্শা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।