শার্শায় চাটনী ভেবে কীটনাশক খেয়ে ৪ শিশু গুরুতর অসুস্থঃ হাসপাতালে ভর্তি

0
0

মোঃ শাহারুল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধিঃ যশোরের শার্শায় চাটনী ভেবে কীটনাশক খেয়ে ৪ শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার ২৮ শে ডিসেম্বর বেলা সাড়ে ১২টার সময় উপজেলার কাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

চার শিশুরা হলো, শার্শা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী মহিনুজ্জামান রাজনের ভাইপো আজগার আলী(১০), কাজী শহিদুর জামান শিল্পীর কন্যা কাজী স্নেহা (৮), জাবেরের ছেলে নাসির (৭) ও হামিম হোসেন এর ছেলে তামিম ইকবাল (৫) ।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি
মহিনুজ্জামান রাজন বলেন, শিশুরা চার জন একসাথে খেলতে খেলতে কাজীপাড়া মেনরোড ধরে যাওয়ার সময় পাশে পড়ে থাকা সিনজেন্টা কম্পানির কীটনাশকের একটা ছোট্ট প্যাকেট চাটনি মনে করে খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে ।

এসময় প্রথম নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নেওয়ার পরামর্শ দেন। যশোরের নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার বলেন ২৪ ঘন্টা না পার হলে কিছু বলতে পারবো না। তিনি আরো বলেন বাচ্চাদের চোখ ফোলা হতে হবে,গা গরম থাকলে ও বগল শুকনা থাকলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ্।
এ ঘটনায় ওই চার শিশুর পরিবারের মাঝে চরম  হতাশা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here