দৈনিক সমাজের কন্ঠ

শার্শা যুবলীগ নেতা মিলন মেম্বারের ওপর বোমা হামলার ঘটনায় থানায় মামলা দায়ের

নাজিমুদ্দিন জনি (শার্শা প্রতিনিধি) – শার্শা যুবলীগ নেতা মিলন মেম্বারের ওপর বোমা হামলার ঘটনায় থানায় মামলা দায়ের। পূর্ব শত্রুতার জের ধরে শার্শার উলাশীতে যুবলীগ নেতা তরিকুল ইসলাম মিলন মেম্বরের ওপর বোমা হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এ ব্যাপারে শার্শা থানায় ৪/৫ জনকে অজ্ঞাত নামা উল্লেখ করে একটি মামলা হয়েছে।যার নং-৪১  তারিখ-৩০/০৫/২০১৯।

এ ঘটনার এএসপি জুয়েল ইমরান ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মসিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, যশোরের শার্শা উপজেলার উলাশী বাজারে বুধবার রাত ৯টার দিকে উলাশি ইউনিয়ন পরিষদের মেম্বর যুবলীগ নেতা তরিকুল ইসলাম মিলন মেম্বর উর্মি ফার্মেসী নামে একটি ওষুধের দোকানে বসেছিলেন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী মিলনকে লক্ষ্য করে পর পর তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
বিস্ফোরিত বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মিলন মেম্বর প্রাণে বেঁচে যায়।

এ বিষয়ে তরিকুল ইসলাম মিলন মেম্বর বলেন, এর আগেও আমার ও আমার ভাইয়ের ওপর কয়েক বার হামলা হয়েছে।
স্হানীয় প্রতিপক্ষরা আমাকে হত্যা করতে একের পর এক বোমা হামলা চালাচ্ছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে ৪/৫জন কে অজ্ঞাত নামা আসামী করে শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেন শার্শা থানার উপ-পরিদর্শক (এস আই) মামুন-উর রশীদ।