দৈনিক সমাজের কন্ঠ

যশোর শার্শা সিমান্তে ফেনসিডিল ও অবৈধ আতসবাজি সহ চোরাকারবারী আটক

নাজিমুদ্দিন জনি (শার্শা প্রতিনিধি) – বেনাপোল পোর্ট থানার দৌলতপুর ও পুটখালী সীমান্ত থেকে বিপুল পরিমান ফেনসিডিল ও আতস বাজিসহ তিনজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার (৬ মে) ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের কালামের ছেলে বুদু (২০), দৌলতপুর গ্রামের সাহেদ আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৩) ও আতিয়ার রহমানের ছেলে ইয়াকুব আলী (৩৪) । ২১ বিজিবি লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, দৌলতপুর ও পুটখালী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ২৯৫ বোতল ফেনসিডিল ও ৭০০ প্যাকেট ভারতীয় আতশবাজিসহ তিনজন চেরাকারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত পন্যের মুল্য ২,৫৮,০০০ টাকা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।