হরিনাকুন্ডুতে বিদ্রোহী প্রার্থীর দ্বারা নৌকার বিজয়ী প্রার্থীকে গালিগালাজের অভিযোগ 

0
0
সুদিপ্ত সালামঃ হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি মশিউর রহমান জোয়াদ্দার বিগত ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে ভোট করা বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা করছেন বলে অভিযোগ উঠেছে।
বিদ্রোহী প্রার্থীদের নিয়ে তিনি প্রায়ই সরগরম করছেন উপজেলা আওয়ামীলীগের অফিস।
তার সাথে সৌজন্য সাক্ষাত করতে নৌকা মার্কার বিজয়ী প্রার্থী সাক্ষাত করতে গেলে মশিউর জোয়াদ্দার নৌকা মার্কার বিজয়ী প্রার্থীর সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ উঠেছে।
উপজেলা আওয়ামী লীগের অফিসে মশিউর রহমান জোয়াদ্দার বিদ্রোহী প্রার্থীদের নিয়ে নিয়মিত আড্ডা দিচ্ছেন বলে জানা যায়।
মুলত তিনি নৌকার বিপক্ষে ভোট করা বিদ্রোহীদের দিয়ে নিজের দল গোছানোর চেষ্টা করছেন।
জোড়াদাহ ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী জহির রায়হানকে নৌকার অফিসে ডেকে এনে কাছে বসিয়ে কেন আস্কারা দেওয়া হচ্ছে এ বিষয়ে বহিস্কৃত সভাপতির কাছে ২ নং জোড়াদাহ ইউনিয়নের নৌকার বিজয়ী প্রার্থী জাহিদুল ইসলাম বাবু মিয়া জানতে চাইলে তিনি তার সাথে অসৌজন্যমূলক আচরন করেন। এ সময় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জুয়েল রানা মশিউর জোয়াদ্দারের পক্ষ নিয়ে নৌকার বিজয়ী প্রার্থী জাহিদুল ইসলাম বাবু মিয়াকে গালিগালাজ করেন বলে জানা যায়।
জাহিদুল ইসলাম বাবু মিয়া বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকার বিপক্ষে ভোট করা ও জননেত্রী শেখ হাসিনাকে গালিগালাজ করা ব্যক্তিকে উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি মশিউর রহমান জোয়াদ্দার পৃষ্ঠপোষকতা করাসহ উপজেলা আওয়ামী লীগের অফিসে তার পাশের চেয়ারে বসিয়ে রাজনৈতিক কার্যকলাপ চালানোয় তার কাছে আমি সৌজন্যতার সাথে বিষটি জানতে চাওয়ায় তিনিসহ যুবলীগের আহবায়ক জুয়েল রানা আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং অফিস থেকে বেরিয়ে যেতে বলেন।
বহিস্কৃত সভাপতি মশিউর রহমান জোয়াদ্দার বলেন, এ বিষয়ে আমার সাথে কোন কথা বলতে আসবেন না,ওকে।ভোট শেষ হয়ে গেছে এখন নৌকার অফিসে বিদ্রোহী প্রার্থীরা আসতেই পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here