দৈনিক সমাজের কন্ঠ

সাতক্ষীরা দেবহাটায় ভাষা শহীদ লুৎফর রহমানের কবর জিয়ারত করলেন এমপি লুৎফুল্লাহ

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ ভাষা শহীদ বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমানের কবর জিয়ারত করলেন সাতক্ষীরা-১আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ এমপি। বৃহস্পতিবার বিকাল ৫টার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুরের ধোপাডাঙ্গাস্থ নিজ বাসবভনে এসে কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত থেকে কবর জিয়ারতে অংশ নেন এন,এসআই সাতক্ষীরার উপ-পরিচালক জাকির হোসেন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক ও সাতক্ষীরা জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, ভাষা শহীদ লুৎফর রহমানের ছেলে ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, সাংবাদিক কে এম রেজাউল করিম, সাংবাদিক মোঃ নাছির উদ্দিন প্রমুখ।