দৈনিক সমাজের কন্ঠ

সাতক্ষীরার দেবহাটায় বিজিবি’র অভিযানে ২০ বোতল মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার

ইব্রাহিম খলিল (সাতক্ষীরা) -সাতক্ষীরার দেবহাটায় বিজিবি’র অভিযানে মদ ও গাঁজা উদ্ধার। মুলহোতা পলাতক, দেবহাটার টাউনশ্রীপুরে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় রয়েল স্টেগ ও অফিসার্স চয়েজ ব্রান্ডের মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়নের অধিনন্থ টাউনশ্রীপুর কোম্পানী সদরের সুবেদার আমিনুল ইসলামের নির্দেশনায় হাবিলদার মমিনুল ইসলাম সহ অন্যান্য বিজিবি সদস্যরা টাউনশ্রীপুর বেড়ীবাঁধের স্লুইসগেট এলাকায় মাদকদ্রব্য গুলো বহনকারী মাদক ব্যবসায়ী ফারুক ইসলামকে চ্যালেঞ্জ করলে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ২০ বোতল মদ ও ২ কেজি গাঁজা ফেলে রেখে পালিয়ে যায় সে। মাদক ব্যবসায়ী ফারুক ইসলাম টাউনশ্রীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
এব্যাপারে মাদক ব্যবসায়ী ফারুককে পলাতক আসামী উল্লেখ করে মামলা দায়ের করা হবে এবং উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। ১৭ বিজিবির অধিনায়ক মো:মোস্তফা আসাদ ইকবাল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।