দৈনিক সমাজের কন্ঠ

চিত্রনায়ক জায়েদ খানের সাথে দন্দের পর অভিনেত্রী শিমু’র বস্তাবন্দি লাশ উদ্ধার

আল আমিন জনিঃ ঢাকাইয়া চলচ্চিত্রের চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার শিকার হয়েছে। সোমবার ১৭ই জানুয়ারী সকাল ১০টার দিকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকার মিটফোর্ড হাসপাতালে মরদেহ রাখা হয়েছে। তার মরদেহ শনাক্ত করেন বড় ভাই খোকন। এছাড়া শিমুর মৃত্যুর খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন নায়িকা সাদিয়া মির্জা। তবে শিমুর মৃত্যুর কারণ জানাতে পারেননি তিনি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আবু সালাম মিয়া জানান, আজ সোমবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ থেকে রাইমা ইসলাম শিমু নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে শিমুর লাশ উদ্ধারের পর সাংবাদিকদের বাসায় ডেকে কথা বলেছেন এই নায়িকার দুই সহকর্মী নৃত্যশিল্পী তাহমিনা হাসান বেবি ও চিত্রনায়িকা সাদিয়া মির্জা। শিমুর মৃত্যুর জন্য একজন অভিনেতাকে সন্দেহ করছেন তারা। তাহমিনা হাসান বেবি বলেন, শিল্পী সমিতি কর্তৃক ১৮৪ জন ভোটাধিকার হারানো শিল্পীর মধ্যে ছিলেন তারা। সেখানে শিমুর নামও ছিল। ভোটাধিকার রক্ষার বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছেন তারা। এজন্য বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ধামকি শুনতে হয়েছে। তাই তারা সন্দেহ করছেন, এই দ্বন্দের কারণেই হত্যা করা হতে পারে শিমুকে।