দৈনিক সমাজের কন্ঠ

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ‘লাশ‘ নিয়ে তুমুল হৈচৈ ঢালিউডে।

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের লাশ নিয়ে তুমুল হৈচৈ ঢালিউড। প্রায় বছর দেড়েক যাবত নিয়মিতভাবে একের পর এক গান প্রকাশ করে আসছেন কন্ঠশিল্পী আসিফ আকবর। তারই ধারাবাহিকতায় এবার আসছেন ‘লাশ’ শিরোনামের গান ভিডিও চমক নিয়ে। যুবরাজকণ্ঠের এই গানের কথা-সুর প্রিন্স রুবেলের। সঙ্গীতায়োজনে মীর মাসুম। সাজেকের মনোরম দৃশ্যায়নে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে যুবরাজের সঙ্গে মডেল হয়েছেন স্নিগ্ধা ও ফারহান খান রিও। এ গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, কিছু গান বেঁচে থাকে চিরকাল। ‘লাশ’ বেঁচে থাকার মতো একটি গান। গানটি আমার যেমন প্রিয় তেমনি ধ্রুব দা’র ও অনেক প্রিয়। সৈকত নাসিরের ভিডিও মানেই নতুন কিছু। এই ভিডিও তার ব্যতিক্রম না। আশা করি গান ভিডিওটি সবার ভালো লাগবে। আসিফের নতুন এই গানটি বৃহস্পতিবার (২৮ মার্চ) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।