দৈনিক সমাজের কন্ঠ

বাগআচড়ায় SKBK ব্লাডব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নাজিম উদ্দীন জনি,শার্শা প্রতিনিধিঃ জমকালো আয়োজনে যশোরের শার্শার অনলাইন ভিত্তিক অরাজনৈতিক সমাজিক সংগঠন SKBK ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার(২০ মে) সন্ধায় উপজেলার বাগআঁচড়ায় জনসেবা ক্লিনিকের দ্বিতীয় তলায় কেক কেটে এ সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,সাংবাদিক শহীদুল ইসলাম,আসাদুজ্জামান নয়ন,সেলিম আহম্মেদ,জয়নাল আবেদীন,নাজিম উদ্দীন জনি, আব্দুল্লাহ।জনসেবা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সাজু আহম্মেদ,SKBK ব্লাডব্যাংকের সভাপতি রাকিব হাসান,সাধারন সম্পাদক সোহানুর রহমান, হাবিবুর রহমান সহ সভাপতি রেজাওয়ান কবির সমাজ কল্যান সম্পাদক রাসেল হোসেন দপ্তর সম্পাদক আঃ কাদের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন সদস্য সচীব শাহিনুর রহমান সদস্য রিপন হোসেন সদস্য আবু সাঈদ সদস্য বাপ্পি হোসেন সদস্য মনির হোসেন সদস্য মাসুদ সহ এসকেবিকে ব্লাডব্যাংকের সকল সদস্য।

প্রসঙ্গত,ইংরেজি ২০২০ সালের ২০ মে শার্শার বাগআঁচড়া এলাকার কিছু ছাত্র/ছাত্রী মিলে SKBK ব্লাডব্যাংক নামক এ সামাজিক সংগঠনটি প্রতিষ্টা করে।এ পর্যন্ত এ সংগঠনের পক্ষ থেকে ৩০২ জন অসহায় মুমূর্ষু রোগীকে ব্লাড দিয়ে সহযোগিতা করেছে।এ ছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্টান যেমন ঈদ পূজার সময় এ সংগঠনের কর্মিরা গরীব অসহায়দের সাহায্য সহযোগিতা করে আসছে।