দৈনিক সমাজের কন্ঠ

শার্শার গোগায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাপ আতংকে শিশুরা্।পড়ালেখা বিঘ্নিত

নাজিমুদ্দিন (জনি)শার্শা – যশোরের শার্শা উপজেলার গোগা পুর্ব ডিজিটাল ভিলেজ সরকারী প্রাথমিক বিদ্যলয়ের শিশু শিক্ষার্থীরা সাপ আতংকে রয়েছে। এতে একদিকে যেমন লেখাপড়ার চরম বিঘ্ন ঘটছে অন্যদিকে জীবনের ঝুকি নিয়ে শিশুদের স্কুল করতে হচ্ছে। টিন সেডের ঘরে যে কোন মুহুর্তে সাপ ঢুকে পড়ছে।আর ক্লাস না করে আতংকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসছে শিশুরা। বিদ্যালয়ের প্রধানশিক্ষক সোহারব হোসেন সমাজের কন্ঠকে জানান, তার স্কুলে ১২২ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯ টায় ক্লাস চলাকালীন সময়ে হঠাত করে বড় ধরনের কালো রংয়ের একটি সাপ শ্রেনীকক্ষে ঢুকে পড়লে ছেলে মেয়েরা আতংকে ঘর থেকে বেরিয়ে আসে।পরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হাসেম গাজী লোকজন নিয়ে সাপটি মেরে ফেলে। ঐসময় সাপ আতংকে ছেলেমেয়েরা বাড়ী চলে যায়। তিনি আরো জানান বিলের ধারে ডোবা যায়গায় টিনসেড দিয়ে তৎকালে এ ঘরটি নির্মান করাহয়। টিনের ফাকদিয়ে ঘরে প্রায়ই সাপঢোকে।যে কারনে ছেলেমেয়েরা স্কুলে আসতে ও ক্লাস করতে ভয় পায়। জানাগেছে স্থানীয়দের অনুরোধে এম পি শেখ আফিল উদ্দীন ২০১২ সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত করেন। ২০১৪ সালে তা জাতীয় করন করাহয়। কিন্ত এখনো অবদী কোন বিল্ডিং নির্মান করা হয়নি। ডোবা যায়গায় স্কুল হওয়ায় বর্ষাকালে ১ ফুট পানি জমে যায় স্কুলমাঠে ।সে সময় স্কুলে সাপের উপদ্রব আরো দ্বীগুন বেড়ে যায়। এ সকল কারনে এলাকাবাসী অতিসত্বর বিল্ডিং নির্মানের দাবী জানিয়েছেন।