কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রামীন বাংলার ঐতিহ্য মাটির ঘর

0
1

ডা. শাহরিয়ার আহমেদ – কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যের অন্যতম নিদর্শন মাটির তৈরি ঘর। কয়েক যুগ আগেও গ্রামের লোকজন নিজেরাই তৈরি করতেন ওইসব ঘর। কিন্তু বর্তমানকালে মাটির তৈরি ঘর নির্মাণে নেই কারও কোনও আগ্রহ। ফলে এখন আর তেমন চোখে পড়ে না ঐতিহ্যবাহী মাটির তৈরি ঘর।

সরেজমিনে দেশের কিছু জায়গা ঘুরে দেখা যায়, কিছু কিছু জায়গায় দু একটা মাটির তৈরি ঘর গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারন করে নিজের ঐতিহ্যের জানান দিচ্ছে। ঘরগুলিতে রয়েছে মাটির দেয়াল আর উপরে রয়েছে টিনের তৈরি চাল। অপরদিকে কিছু ঘরে খড়ের তৈরি চালও দেখা যায়, ওইসব ঘরগুলিতে নিয়মিত মাটির প্রলেপ দেওয়ায় সর্বদা একই রকম দেখা যায়। মাটির ঘরে বসবাসকারী সুদীপ্ত হাজং নামের একজন বলেন, ওই সব ঘরে গরমের সময় ঠাণ্ডা ও শীতের সময় গরম লাগে। আমাদের ঘরটি দাদা তৈরি করে গেছেন। এখন শুধু বছরে একবার দেয়ালে মাটি আর মাঝে মধ্যে শুধু প্রলেপ দিলেই চলে। তাই আমরা প্রায় তিন যুগ আগের তৈরি মাটির ঘর এখনও ব্যবহার করছি।একান্ত আলাপচারিতায় মাটির ঘর ব্যবহারকারী সিরাজুল ইসলাম বলেন, পৈত্রিক সম্পত্তি হিসেবে মাটির এই ঘরটি আমি পেয়েছি। প্রাকৃতিক দুর্যোগ ও বর্ষা মৌসুমে পানি লেগে মাটি গলে ঘরের কিছুটা ক্ষতি হলেও আন্যান্য সময় তেমন কোনও ক্ষতি হয় না। আমরা গরিব খেটে খাওয়া মানুষ পাকা ঘর নির্মাণ করা আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। তাই ওই ঘরটিতেই আমরা কোনও রকমে বসবাস করে আসছি। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছে বিদ্যুৎ। গ্রামীণ অর্থনীতির গতি সচল হওয়ায় মাটির ঘরের পরিবর্তে তৈরি হচ্ছে পাকা ঘর। তবে গ্রামীণ ঐতিহ্য রক্ষায় মাটির ঘরের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়োজন রয়েছে বলে অনেকে মনে করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here