দৈনিক সমাজের কন্ঠ

ধর্ষন বিরোধী বিক্ষোভ করায় ছাত্র অধিকার পরিষদ নেতাকে মারতে তেড়ে গেলেন ওসি

ধর্ষণ বিরোধী বিক্ষোভ করায় ছাত্র অধিকার পরিষদ নেতাকে মারতে তেড়ে গেলেন ওসি

সমাজের কন্ঠ ডেস্ক: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার নেতাকে চড় মারতে ‌উদ্যত হলেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার। আজ সোমবার দুপুরে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রনেতার নাম ঝুনু রঞ্জন দাস। তিনি ছাত্র অধিকার পরিষদের জেলা কমিটির উপদেষ্টা।

এদিকে, ওসির এই আচরণে হতভম্ব ওই ছাত্রনেতা। এ ঘটনায় ধারণকৃত ভিডিও ক্লিপে দেখা যায়, ওই ছাত্রনেতা অসহায়ের মতো এদিক-ওদিক তাকাচ্ছেন। এ সময় আরেক পুলিশ কর্মকর্তাকে ‘তুই’ ‘তুকারি’ করতেও শোনা গেছে।

নোয়াখালীতে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন, সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে আজ সোমবার দুপুরে ছাত্র-জনতার সম্মিলিত বিক্ষোভ শেষে এ ঘটনা ঘটে।

এ কর্মসূচির আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা ও আনন্দমোহন কলেজ শাখা।

নোয়াখালীতে গৃহবধূর নির্যাতনের প্রতিবাদে আজ দুপুরে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন হবে- এমন খবরে আগে থেকেই সেখানে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদারসহ একদল পুলিশ সদস্য অবস্থান নেয়।

শান্তিপূর্ণ মানববন্ধন শেষে মিছিল বের করতে চাইলেই ওই ছাত্রনেতাকে চড় মারতে তাঁর দিকে তেড়ে যান ওসি ফিরোজ তালুকদার।

এ ব্যাপারে ছাত্রনেতা ঝুনু বলেন, ‘ওসির আচরণে আমি বিস্মিত ও হতভম্ব। কী আর বলব।’

এ ব্যাপারে ওসি ফিরোজ তালুকদার বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে সরকারি দায়িত্ব পালন করেছে।’