দৈনিক সমাজের কন্ঠ

অভয়নগরে ফেম পরিবহন সুপারভাইজারকে তৈলবাহী ট্রাকের নিচে ফেলে হত্যা।

শেখ জাকারিয়া (স্টাফ রিপোর্টার) যশোর জেলার অভয়নগর উপজেলাতে শরিয়তপুর টু বেনাপোল রোডে চলাচলরত ফেম পরিবহনের সুপারভাইজার মোঃ আকাশ মাতবর (৩২) কে পিটিয়ে আহত করে চলন্ত তৈলবাহী ট্রাকের নিচে ফেলে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ৫ই এপ্রিল শুক্রবার বেলা অনুমান ১২টার দিকে যশোর জেলার অন্তর্গত অভয়নগর উপজেলার নওয়াপাড়া হাইওয়ে থানার কাছাকাছি অভয়নগর মটর শ্রমিক ইউনিয়নের সামনে। নিহত আকাশ মাতবরের বাড়ী শরীয়তপুর জেলার পালং উপজেলার ডোমসার গ্রামে। তার পিতার নাম আদু মাতবর।উক্ত ঘটনার পর যশোর-খুলনা মহাসড়কে যানবাহন সাময়িকভাবে চলাচল বন্ধ হয়ে যায়।অভয়নগর থানা পুলিশ এসে নিহত আকাশ মাতবরের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশ মাতবরকে মৃত বলে ঘোষনা করেন। পরে অভয়নগর থানা পুলিশ লাশটির ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়ে দেন। এই হত্যাকান্ডের ঘটনায় অভয়নগর থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে উক্ত ফেম পরিবহন এর চালক আঃ ছাত্তার বলেন, আজ শুক্রবার সকাল বেলা শরিয়তপুর থেকে যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। বেলা অনুমান ১২টার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে যানজট বেধে গেলে আমার গাড়ীর সুপারভাইজার শরীয়তপুর আন্তঃ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য (পরিচয়পত্র নং-৭২৭) আকাশ মাতবর আমার গাড়ীর হেলপারকে সাথে নিয়ে যানজট নিরসনের চেষ্টা করতে বাস থেকে নেমে পড়েন, কিছুক্ষন পর তিনি দেখেছেন তার গাড়ীর সুপারভাইজার আকাশ মাতবরকে পিটিয়ে চলন্ত ট্রাকের নিচে ফেলে দিতে। কথাগুলো বলেই ড্রাইভার আঃ সাত্তার তিনি নিজেই অজ্ঞান হয়ে পড়েন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফেম পরিবহনের আহত হেলপার মোঃ পারভেজ জানান, সুপারভাইজার আকাশ যানজট নিরসনে একটি দাড়িয়ে থাকা ট্রাক সরাতে প্রচেষ্টা করেন। তখন উক্ত ট্রাকের চালক ট্রাক সরাতে অস্বিকৃতি জানালে নিহত সুপারভাইজর আকাশ মাতবরের সাথে দাড়িয়ে থাকা ট্রাক চালকের বাকবিতন্ডা হয়। সেসময় আশেপাশে থাকা অভয়নগর ট্রান্সপোর্ট নামের ৪টি ট্রাকের হেলপার ও ড্রাইভার স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে সুপারভাইজার আকাশ মাতবরকে এতোপাতাড়ি মারতে থাকে, মারতে মারতে নিহত আকাশ মাতবরকে তৈলবাহী একটি চলন্ত ট্রাকের নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়, চলন্ত তৈলবাহী ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আকাশ মাতবর নিহত বলে উপস্থিত লোকজন জানিয়েছে।
অভয়নগর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোঃ জিয়াউর রহমান ঘটনার প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানান, শরিয়তপুর থেকে ছেড়ে আসা ফেম পরিবহনের সুপারভাইজার আকাশ মাতবরকে পিটিয়ে চলন্ত ট্রাকের নিচে ফেলে দেওয়া হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে ও ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। এই ঘটনায় অভয়নগর থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে এবং হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের দাবী বিনা কারনে এমন একটি নির্মম এ হত্যাকান্ডের কঠিন বিচার হওয়া উচিৎ। নিহত আকাশ মাতবর হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অভয়নগর ট্রান্সপোর্টের ৪টি ট্রাক (যশোর-ট ১১- ৪৭১১, যশোর-ট ১১- ৩৯৪৯, যশোর-ট ১১- ৩৯৩২ ও যশোর-ট ১১- ৪৬০২) এই ট্রাকগুলির সকল ড্রাইভার ও সকল হেলপার আটক করতে পারলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।
যে তৈলবাহী চলন্ত ট্রাকের নিচে সুপারভাইজার আকাশ মাতবরকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে ওই ট্রাকটি বিক্ষুদ্ধ জনগণ ছেড়ে দিয়েছে। কারন এই ঘটনায় ওই ট্রাকটির কোন সংশ্লিষ্টতা ছিলোনা।