তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

0
0

জহর হাসান সাগর  -তালা প্রতিনিধি :

সাতক্ষীরার তালা উপজেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা  কপোতাক্ষ নদে অনুষ্টিত হয়েছে।আজ
রবিবার বিকাল ৩টায় জেলা ও তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রমী উৎসব নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগীতায় একাধিক নৌকা অংশগ্রহন করেন।  নৌকা বাইচ দেখতে দুপুরের পর থেকেই কপোতাক্ষ নদীর দুইপাশে শিশু-কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী নারী-পুর“ষ জমায়েত হতে থাকেন। প্রতিযোগিতা শুর“র আগ মুহূর্তে নদীর দুইপাশে ঢল নামে হাজারো মানুষের। এতে প্রথম স্থান  অধিকার করেন তালা চরগ্রাম ময়ুরপঙ্খী , ও  দ্বিতীয় স্থান  অধিকার করেন কলাপোতা জয় মা কালী,ও দুই  তৃতীয় স্থান  অধিকার করেন কলাপোতা জয় মা কালী।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন,সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তফিজুর রহমান,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যানও তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শীদা পারভীন পাঁপড়ী,তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল,

আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য ও সাংবাদিক মীর জাকির হোসেন,তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম। নৌকা বাইচ শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here