তালার জালালপুর গ্রাম আদালত বিষয়ক ও লিগ্যাল এইড কমিটির উঠান বৈঠক

0
0
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক ও লিগ্যাল এইড কমিটির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার জালালপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে মোড়ল পাড়ায় গ্রাম আদালত ও লিগ্যাল এইড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য একটি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন,  সরকার গ্রাম আদালতের সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বদ্ধ পরিকর।সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।এখানে দেওয়ানী মামলার ফিস ২০ টাকা ও ফৌজদারী মামলার ফিস ১০ টাকা এবং সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে এছাড়া এখানে চমৎকার বিচারিক প্যানেল ব্যাবস্থা রয়েছে যার কারনে প্রান্তিক জনগন অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাচ্ছে।এজন্য কারও ধোকায় পড়ে আপনারা গ্রাম আদালতের এখতিয়ারভূক্ত মামলার বিষয়ে অন্য কোথাও না যেয়ে গ্রাম আদালতে আসার অনুরোধ জানান।এছাড়া তিনি লিগ্যাল এইড এর ব্যাপারে বলেন আপনি  মামলার খরচ চালাতে না পারলে সরকার জেলা আইনগত সংস্থার মাধ্যমে আপনার মামলার খরচ বিনামূল্যে চালাবেন।এবিষয়ে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান ও জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জেলা জজ জনাব সালমা আক্তার তৎপর রয়েছেন।আপনারা এ জাতীয় সমস্যায় পড়লে আমাদের কাছে আসবেন আমাদের কাছে জেলা আইনগত সংস্থার নির্ধারিত আবেদন ফরম রয়েছে আমরা তা পূরণ করে জেলা লিগ্যাল এইড কমিটিতে পাঠানার ব্যাবস্থা আছে।
উক্ত সময় উপস্থিত ছিলেন  ইউপি সদস্য পলাশ কুমার ঘোষ ও গ্রামপুলিশ গোবিন্দ সিংহ সমগ্র উঠান বৈঠকটি পরিচালনা করেন গ্রাম আদালত সহকারী মোঃওয়ালিদ হোসেন সহ মোড়াল পাড়ার সর্বস্তরের জনগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here