তালায় বেগম রোকেয়া দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
0
 জহর হাসান সাগর –  তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় ‘নারী-পুরুষ সমতা,রুখতে পারে সহিংসতা,প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে মানববন্ধন, র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
 আজ (৯ ডিসেম্বর)সোমবার দিবসটি পালন উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে উপ-শহরে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজলা পরিষদ চত্বরে তালা উপজেলা নির্বাহী অফিসার মো.ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মেহেদী রাসেল,ভাইচ চেয়ারম্যান মশিয়ার রহমান, সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম,প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত কুমার সাহা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মফিজ উদ্দীন প্রমুখ ।

আলোচনা সভা শেষে  উপজেলার আলাদীপুর গ্রামের হোসনেয়ারা বেগম, সমাজ উন্নয়নে অবদান রাখায় ঘোনা গ্রামের আরিফুন নাহার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল হওয়া তালা মহল্লাপাড়ার রোজিনা বেগম, অর্থনৈতিক সফলতা অর্জনে নলতা গ্রামের শাহিদা বেগম ও সফল জননী নারী হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত তেঁতুলিয়া গ্রামের নাজনীন আক্তার পাঁপড়ী মোট ৫জন জয়তিকে সম্মাননা স্বারক প্রদান করা হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here