তালায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

0
0
জহর হাসান সাগর : তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ক্ষণগণনা উদ্বোধন করা হয়েছে। ক্ষণগণনা উদ্বোধন উপলক্ষে সাংবাদিকবৃন্দের সাথে প্রেস ব্রিফিং,আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে  সকাল ১০টায় নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন। পরে বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষাথী সহ প্রশাসনের নেতৃত্বে উপ-শহরে আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে ক্ষণগণনার উদ্বোধন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, তাঁর জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মনি মোহন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (তালা ও পাটকেলঘাটা সার্কেল) মোঃ হুমায়ুন কবীর অপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি)মেহেদী রাসেল,পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দিন, প্রভাষক প্রণব ঘোষ বাবলু, অধ্যাপক আবু বক্কার প্রমুখ।
এছাড়াও সরকারী-বেসরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,শিক্ষার্থী,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকালে বিকালে তালা উপজেলা পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান থেকে ক্ষণগণনার উদ্বোধন দেখানো হয়। সন্ধ্যায় কাজী জাহাঙ্গীর হোসেনের মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচিত্র ‘স্বাধীনতা এক নতুন সূর্য’ প্রদর্শন সহ রাতে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here