তালায় সংবাদ সম্মেলনে পুলিশের সহযোগীতায় জমি দখল’র অভিযোগে

0
1
জহর হাসান সাগর: তালা প্রতিনিধি –
সাতক্ষীরার তালার জাতপুর পুলিশ ক্যাম্পের এস.আই. সাইদুরের সহযোগীতায় স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান এর বিরোধপূর্ন জমি প্রতিপক্ষরা জোর দখল নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. হাফিজুর রহমান বুধবার বিকালে তালা রিপোর্টার্স কাবে সংবাদ সম্মেলন’র মাধ্যমে এই অভিযোগ করেন।
উপজেলার আলাদীপুর গ্রামের আছমানতুল্ল্যা শিকদার’র ছেলে হফিজুর রহমান শিকদার জানান, তিনি তালা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার ডাঙ্গানলতা মৌজার বুজরাত খতিয়ান ২২ খতিয়ানের সাবেক ১৭৮ দাগ’র প্রায় ১২শতক জমি নিয়ে আলাদীপুর গ্রামের মৃত এলাহী বক্স শিকদার’র ছেলে
আব্বাস আলী শিকদার এবং একই গ্রামের মৃত ইসমাইল মোড়ল’র ছেলে রবিউল ইসলাম মোড়ল’র সাথে বিরোধ চলছিল। ওই জমি হাফিজুর রহমান তার পিতার কাছ থেকে ওয়ারেশ সূত্রে পেয়ে প্রায় ৬৩বছর ভোগদখল করছেন।
ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, ওই জমি নিয়ে আব্বাস আলী গংদের সাথে বিরোধ সৃষ্টি হলে বিজ্ঞ আদালতে প্রতিপক্ষরা একটি মামলা করেন, যা এখনও চলমান আছে। এরইমধ্যে তারা জাতপুর পুলিশ ক্যাম্পে একটি অভিযোগ করলে সেবিষয়ে সালিস হয়। সালিস শেষে ক্যাম্পের দারোগা শাহিদুর রহমান আমার কাছে ১০ হাজার টাকা দাবী করে। আর টাকা না দিলে ওই জমি আব্বাস আলীদের দখল করিয়ে দেবে বলে জানায়।
একপর্যায়ে গত ২৪ জানুয়ারী  সকালে জাতপুর ক্যাম্পের ইনচার্জ এস.আই. সাইদুর রহমান’র সহযোগীতায় প্রতিপক্ষ আব্বাস শিকদার সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই জমি দখল করে। এঘটনার পর থেকে আব্বাস শিকদার সহ তার পোষ্য সন্ত্রাসীরা হুমকি প্রদান করছে বলে ভুক্তভোগী হাফিজুর রহমান অভিযোগ করেন। এবিষয়ে তিনি উর্দ্ধতন প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here