দৈনিক সমাজের কন্ঠ

তালার জালালপুর ইউনিয়নে উন্মুক্তভাবে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী কার্ড যাচাই-বাছাই

জহর হাসান সাগর,তালা প্রতিনিধি:
তালার জালালপুর ইউনিয়নে উন্মক্ত ভাবে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী ভাতা ভোগীদের কার্ড যাচাই-বাছাই’র কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত ভাবে ভাতাভোগীদের কার্ড যাচাই-বাছাই শেষে ৭২জন বয়স্ক,৭২জন বিধবা ও ১০৪ জন প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড প্রদান করা হয়।

সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ভাতাভোগীদের কার্ড যাচাই-বাছাই কর্যক্রমের শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার’র সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী,জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ আব্দুল আওয়াল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাম প্রসাদ,ইউপি সদস্য কালীদাশ, আনারুল ইসলাম,আব্দুর রশিদ,পলাশ কুমার ঘোষ সহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ ।

যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা ভাইচ চেয়াম্যানদ্বয় এবং সমাজসেবা কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া বয়স্ক,বিধবা,প্রতিবন্ধীদে ভাতা সঠিকভাবে নিশ্চিত করার জন্য উন্মুক্ত যাচাই বাছাই কার্যক্রম । ভাতাভোগীদের কার্ড করতে কোন প্রকার অর্থ লাগে না । কেউ যদি কার্ডে’র জন্য অর্থ চাই তাকে আইন প্রয়োগকারী সংস্থা কাছে ধরিয়ে দিবেন । আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই ।